বাগুইআটি কাণ্ডে নয়া তথ্য পেলেন গোয়েন্দারা। দুই পড়ুয়াকে খুনের দু’দিন পরই হুমকি দেয় দুষ্কৃতীরা। এমনকী, নিহত ছাত্র অতনুর ফোন থেকেই তাঁর বান্ধবী-সহ বহু ব্যক্তির নম্বর নিয়ে মেসেজ করা হয় বলে খবর সিআইডি সূত্রে। মৃত ছাত্র অতনুর বান্ধবীর কাছে ‘হুমকি মেসেজ’ আসে। তবে তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে না পেরেই সম্ভবত কাউকে কিছু জানাননি। পাশাপাশি, অতনুর একাধিক আত্মীয়ের কাছেও মেসেজ যায়।
বুধবারই বাগুইআটির জোড়া খুনের তদন্তভার নিয়েছিল রাজ্যের গোয়েন্দা শাখা সিআইডি। বৃহস্পতিবার সকালেই তারা পৌঁছে যায় বাগুইআটি থানায়। সূত্রের খবর, যে গাড়িটি ব্যবহার করে অতনু এবং অভিষেককে খুন করা হয়েছিল, সেটির খোঁজ মিলেছে। গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে বলেও গোয়েন্দা সূত্রে খবর।
অতনুর পরিবারই পুলিশকে জানিয়েছিল, মুক্তিপণ চেয়ে হোয়াটসঅ্যাপে এবং ফোনে মেসেজ এসেছিল তাঁদের কাছে। তাতে মুক্তিপণের অর্থের অঙ্ক মাঝেমধ্যেই বদলেছে। শেষ মেসেজটিতে এ-ও বলা হয়েছিল যে, ‘‘টাকা দিতে পারবি না বুঝতে পারছি, বৃহস্পতিবার ছেলের বডি পেয়ে যাবি।’’ মঙ্গলবার সেই মেসেজ আসার কিছু ক্ষণ পরই অতনু এবং অভিষেকের মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানায় পুলিশ। যদিও পরে জানা যায় গত ২২ অগস্টই দুই ছাত্রকে খুন করা হয়।