দেশজুড়েই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, এ রাজ্যেও একই ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর কলকাতা পুরনিগমও। মাস্ক পরা আবার বাধ্যতামূলক করল পুরনিগম।
রাজ্য স্বাস্থ্য দফতরের একগুচ্ছ নির্দেশিকা আসার পর, বুধবার পুরভবনে আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম। সেই বৈঠকেই মাস্ক পরা, হাত স্যানিটাজার করার মতো নিয়মবিধি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরনিগমের সমস্ত অফিস, শহরের সব বাজার এবং সরকারি অফিসে মাস্ক বাধ্যতামূলক করা হল। বৃহস্পতিবার থেকেই এই নিয়মবিধি জারি হচ্ছে।
Abhishek Banerjee: তাঁবুতে রাত কাটিয়ে কোচবিহার থেকে 'সংযোগ যাত্রা'র সূচনা করবেন অভিষেক
কলকাতায় ইতিমধ্যেই করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। কলকাতা পুরনিগমের হিসেব বলছে, ১৫ দিনে শহরে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। তাঁদের মধ্যে বেশিরভাগের শরীরেই উপসর্গ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন মাস্ক পরার জন্য। যাঁদের কোনও শারীরিক অসুবিধা রয়েছে, তাঁদের ভিড় এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তিনি। যদিও রাজ্যের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলেই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।