আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। মঙ্গলবার 'ছাত্র সমাজ' নবান্ন অভিযানের ডাক দিয়েছে। তাই ওই দিন শহর কলকাতায় গণপরিবহণ আদৌ সচল থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ নির্দেশিকা দিয়েছে রাজ্যের পরিবহণ দফতর। সর্বস্তরে শহর কলকাতার গণপরিবহণ সচল রাখতে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। নিত্যযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই সরকারি বাস, ট্রাম তথা ফেরি সার্ভিসও অতিরিক্ত শিফটে চলবে।
পরিবহণ দফতর মনে করছে, মঙ্গলবার কলকাতা ও হাওড়ার রাস্তায় ব্যাপক যানজট হতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারদেরও সঙ্গেও আলোচনা করেছে পরিবহণ দফতর। হাওড়া থেকে অনেক লোকই কলকাতায় প্রবেশ করেন। কলকাতার অন্য প্রান্তেও যেতে যাতে অসুবিধা না হয়, তাও মাথায় রাখা হয়েছে। পরিবহণ দফতরের সঙ্গে বেসরকারি সংগঠনগুলিরও কথা হয়েছে।
পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা করার পরই উদ্যোগ নিয়েছে হাওড়া সিটি পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ওইদিন মিছিল আসবে। তিন দিন আগে থেকেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবারই একাধিক এলাকা পরিদর্শন করেন পুলিশ কর্তারা। রবিবার সাঁতরাগাছিতে ব্যারিকেড তৈরি করার কাজও শুরু করে দিয়েছে পুলিশ।