Police Recruitment: রাজ্যে সাড়ে চার হাজার মহিলা কনস্টেবল নিয়োগ, নবান্নের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

Updated : Apr 06, 2022 18:31
|
Editorji News Desk

রাজ্য, কলকাতা ও বিভিন্ন কমিশনারেটে নিয়োগ (Police Recruitment) করা হবে মহিলা কনস্টেবল (Women Constables)। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে রাজ্যজুড়ে মোট সাড়ে চার হাজার মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে।

বুধবার নবান্নে (West Bengal) রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে মহিলা কনস্টেবল নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে। সঙ্গে ঠিক করা হয়েছে, নীতিগতভাবে জেলায় জেলায় পুলিশের মহিলা ব্যাটেলিয়ান (Women Battalion) তৈরি করা হবে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের অনেক মেয়েই ক্যারাটে, তাইকোন্ডুর মতো খেলায় প্রশিক্ষণ নেয়। অনেকেই খেলাধুলো, শরীরচর্চার সঙ্গে যুক্ত। মহিলা কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এর মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ন ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে।

আরও পড়ুন : ফের হাজিরা এড়িয়ে হাসপাতালে অনুব্রত, চিঠিতে সিবিআইকে তদন্তে সহযোগিতার দাবি কেষ্ট-র

রাজ্য সরকারের কনস্টেবলের চাহিদা গত কয়েকবছর ধরেই বেশি। কিন্তু নতুন করে নিয়োগ সেভাবে হয়নি। কোভিড পরিস্থিতি কাটিয়ে ফের স্বাভাবিক হয়েছে গোটা দেশ। এপ্রিলেই আছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তার আগে বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নতুন করে নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য। প্রাথমিকভাবে সাড়ে চার হাজার মহিলা কনস্টেবল নিয়োগ হলে বিভিন্ন কমিশনারেটের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। নিয়োগের পাশাপাশি এই সিদ্ধান্তে মহিলাদের ক্ষমতায়নের ওপরেও জোর দেওয়া হবে।

গত কয়েকমাস ধরে একের পর এক ঘটনা ঘটেছে রাজ্যে। পুরভোটের পরবর্তী হিংসায় জেরবার শাসক দল তৃণমূল। বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক সংঘর্ষ, কাউন্সিলর খুন, বগটুই কাণ্ড, এসএসসি নিয়োগে দুর্নীতি- সব মিলিয়ে বেশ চাপে রাজ্য সরকার। কোভিডের দু বছরে আয় কমেছে রাজ্যে। মুনাফার অঙ্কও অনেকটাই কম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সরকারের ভাবমূর্তি ঠিক রাখতেই এবার নতুন করে জনগণের কাছে আস্থা তৈরির চেষ্টা করছে শাসকদল।

ConstableWest BengalPolicePolice Departments

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি