পুজোর আগে রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির দাপট (Dengue Update)। জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন একাধিক। ডেঙ্গিপ্রবণ জেলায় প্যারাসিটামল (Fever Medicine) কিনলে এবার নেওয়া হবে কড়া ব্যবস্থা। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে নবান্ন। জেলাগুলির বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্যারাসিটামল কিনতে এলে ক্রেতাদের নাম-ঠিকানা জানাতে হবে প্রশাসনকে। উত্তর ২৪ পরগণা ও জলপাইগুড়ি জেলাকে বিশেষ করে সতর্ক করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
জেলার পাশাপাশি কলকাতাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ডেঙ্গি প্রতিরোধে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়ে দিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে পুজো শেষ। কিন্তু ডেঙ্গির প্রকোপ থাকবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। ডেঙ্গি মোকাবিলায় শুক্রবার ফের বেসরকারি ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য দফতর। যাতে ডেঙ্গির খরচ অনেকটাই কমানো যায়। জ্বর আসলে দোকান থেকে শুধু প্যারাসিটামল খেলেই হবে না। করতে হবে ডেঙ্গি পরীক্ষা। পরীক্ষার পর ডেঙ্গি বা ম্যালেরিয়া ধরা পড়লে স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে ওই রোগীর নথি আপলোড করতে হবে হাসপাতালগুলিকে।
আরও পড়ুন: ৮ বছর পর ডিসেম্বরে প্রাথমিকে টেট, দিন ঠিক করবেন শিক্ষামন্ত্রী
রাজ্যে ডেঙ্গি পরীক্ষা করার খরচ বেসরকারি ক্ষেত্রে অনেকটাই বেশি। রাজ্যবাসীদের সুবিধার্থে সেই খরচেও লাগাম টানার নির্দেশ দিয়েছে নবান্ন।