আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে সর্বত্র নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হওয়ার মাঝেই শনিবার নবান্নে নারী নিরাপত্তার বিষয়ে একটি বৈঠক হল। যে বৈঠকে ভবিষ্যতে রাজ্যজুড়েই মহিলাদের নিরাপত্তার ব্যাপারটি আঁটোসাঁটো করতে জোর দেওয়ার লক্ষ্যে নতুন কয়েকটি পদক্ষেপ গ্রহণ করল নবান্ন। যে সব মহিলারা নাইট ডিউটি করেন তাঁদের নিরাপত্তায় আরও জোর দিচ্ছে নবান্ন। ইতিমধ্যে বিশেষ মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এক ঝলকে দেখে নেওয়া যাক।
১) 'রাতের সাথী' নামের বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হবে। মহিলাদের নিরাপত্তার জন্য মহিলা ভলান্টিয়াররা থাকবেন।
২) সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং হস্টেলে মহিলাদের জন্য আলাদা রেস্টরুম এবং বাথরুম থাকবে।
৩) সিসিটিভি দিয়ে সুরক্ষিত বেশ কিছু 'সেফ জোন'।
৪) মহিলাদের ক্ষেত্রে নাইট শিফট কম রাখার চেষ্টা করা হবে। সম্ভব হলে, মহিলাদের নাইট ডিউটি দেওয়াই হবে না।
৫) টানা ১২ ঘণ্টার বেশি ডিউটি যাতে করতে না হয়, তার দিকে কড়া নজর।
৬) নাইট ডিউটি হলেও মহিলারা একা নন, সেখানে তাঁদের টিমের অংশ হিসেবে ডিউটি করতে হবে।
৭) হাসপাতালগুলির বাইরে নিরাপত্তাকর্মী বেশি এবং ব্রেথলাইজার টেস্টের ব্যবস্থা।