পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। নবান্নে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার অমিত শাহের (Amit Shah) সেই বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। তার আগে সৌমবার জরুরি বৈঠকে বসতে চলেছে নবান্ন (Nabanna)। এই প্রস্তুতি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের আধিকারিকরা।
সূত্রের খবর, নবান্নের প্রস্তুতি বৈঠকে দিল্লি থেকে এই বৈঠকে যোগ দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা। রাজ্যের পক্ষ থেকে থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে বৈঠক হতে পারে। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিমের মতো রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে। সভার প্রস্তুতিতে কোনও খামতি না থাকে, তাই রাজ্যের সঙ্গে আলোচনা করতে চাইছে কেন্দ্র।
আরও পড়ুন: স্নাতক হতে লাগবে ৪ বছর, নয়া শিক্ষানীতি কার্যকর করার পথে কেন্দ্র
আগামী শনিবার নবান্ন সভাগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে হাজির থাকতে পারেন বিএসএফ ও CISF আধিকারিকরাও। গত ৫ নভেম্বর, এই বৈঠকের আয়োজনের কথা হয়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর শেষ মুহূর্তের ব্যস্ততায় এই সভা বাতিল করা হয়। কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার এই বৈঠক চূড়ান্ত হয়ে গিয়েছে।