এবার জনসংযোগে সরকারি আধিকারিকরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার বড় চমক দিচ্ছে নবান্ন। সূত্রের খবর, সরকারি প্রকল্প নিয়ে মানুষের মন বুঝতে তৈরি হচ্ছে নয়া ইউনিট। রাজ্য সরকার তৈরি করছে 'সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট'। সাধারণ নাগরিকের সঙ্গে সরকারি আধিকারিকদের সুসম্পর্ক গড়ে তোলাই এই ইউনিটের মিশন। নবান্নের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, এই নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে।
সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা, তা নিয়েই এই উদ্যোগ। অভিযোগ জানানোর পর কাজ হচ্ছে কিনা, তাও জানাবে এই ইউনিট। কীভাবে মানুষের সাহায্যে সমাধান সূত্র বেরিয়ে আসবে, তা নিয়েও উদ্যোগ নেবে এই ইউনিট। এই গোটা ইউনিট কীভাবে কাজ করবে, কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে গাইডলাইন তৈরি করে জেলাগুলিকে জানাতে পারে নবান্ন। আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের আগে কয়েকদফা দুয়ারে সরকারের পরিকল্পনাও করেছে নবান্ন।
আরও পড়ুন: কারণ নিরাপত্তা, পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি হবে ভার্চুয়ালে, মঞ্জুর করল বিশেষ আদালত
সম্প্রতি ১০০ দিনের কাজ ও আবাস যোজনা নিয়ে কড়া মনোভাব নিয়েছে কেন্দ্র। এদিকে রাজ্যজুড়ে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্প চলছে। সব মিলিয়েই এবার নবান্নের সরকারি আধিকারিকদের ইউনিট কাজ করবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে যাতে দুর্নীতি, স্বজনপোষণ না থাকে, তার জন্য এই ইউনিট তৈরি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।