রাজ্যে কোভিড সংক্রমণ (Covid 19 Affection) নিম্নমুখী। দীর্ঘ কয়েকমাস পর বেলেঘাটা আইডি হাসপাতালে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা শূন্য। সামনেই দোল (Dol Utsav 2022)। দোলের আগের দিন রাতে নাইট কার্ফুতে (Night Curfew) ছাড় দিল রাজ্য। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল নবান্ন।
কোভিডের সংক্রমণ কমতেই রাজ্যে অন্যান্য অনেক পরিষেবাই খুলে দেওয়া হয়েছে। বেশ কিছু অফিস আবার আগের মতোই কর্মী নিয়ে কাজ শুরু করেছে। বাজার, দোকানও আগের মতোই খুলে গেছে। স্কুল-কলেজেও শুরু হয়ে গিয়েছে পঠনপাঠনও। এবার দোলের আগের দিন চাঁচড় বা ন্যাড়াপোড়া উৎসবে ছাড় দিয়েছে রাজ্য। অনেক রাত পর্যন্ত চলে উৎসব। তাই ১৭ মার্চ নাইট কার্ফু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তবে বাকি দিন একই থাকবে নিয়ম। সংক্রমণ কমলেও কোভিডবিধিতে কোনও ঢিলেমি দিতে চাইছে না নবান্ন।
আরও পড়ুন: আনিস খান কাণ্ডে ধৃতদের জামিনের আবেদন খারিজ আদালতের, পরবর্তী শুনানি ২৩ মার্চ