সকাল থেকে ভারী বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই হাওড়া সেতুর দুদিকের রাস্তার বাঁ দিকে পরপর দাঁড় করানো হয়েছে পুলিশ ভ্যান, গার্ডরেল। হাওড়া সেতুতে কোনও ওঠার ঠিক আগে রাখা হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্যারিকেড ও কাঠের গুঁড়ি। এদিকে বিদ্যাসাগর সেতুতেও যাতে কোনও মিছিল না উঠতে পারে, তাই সব রাস্তায় থাকবে ব্যারিকেড। টার্ফ ভিউ রোড, ফারলং গেট, খিদিরপুর রোডেও থাকছে অ্য়ালুমিনিয়ানের গার্ডওয়াল।
কলকাতা পুলিশের পক্ষ থেকে রবিবারই জানানো হয়, মঙ্গলবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত বেশ কয়েকটি কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ভোর ৪টে থেকে রাত ১০টা
যান চলাচলনে নিয়ন্ত্রণ
বিদ্যাসাগর সেতু
খিদিরপুর রোড
তারাতলা রোড
সার্কুলার গার্ডেনরিচ রোড
হাইড রোড
জওহরলাল নেহরু রোড
আরআর অ্যাভিনিউ
রেড রোড
ডাফরিন রোড
মেয়ো রোড
এজেসি বোস রোড
এসএন ব্যানার্জি রোড
এমজি রোড
ব্যাবোর্ন রোড
হাওড়া সেতু
হাওড়ায় ব্যারিকেড
সাঁতরাগাছি
হাওড়া ময়দান
ফোরশোর রোড
লক্ষ্মীনারায়ণতলা
মন্দিরতলা
নবান্নের আশপাশের গলি
নিরাপত্তার জন্য কী থাকবে
অ্যালুমিনিয়ামের গার্ডরেল
বজ্র বাহিনী
কমব্যাট ফোর্স
লাঠিধারী পুলিশ
জলকামান
ড্রোন
কাঁদানে গ্যাস