রাজ্যের সাম্প্রতিক অশান্তি নিয়ে এবার রাজ্যপালকে রিপোর্ট নবান্নের। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাজভবন গিয়ে রাজ্যপাল সিভি আনন্দবোসকে এই রিপোর্ট দিয়ে এলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। হাওড়ার শিবপুর এবং হুগলির রিষড়ার ঘটনায় সরব হয়েছিল রাজ্যপাল। সেই ঘটনার রিপোর্ট এদিন রাজ্যপালের কাছে দেওয়া হল। গত সপ্তাহের রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের থেকে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল।
গত মঙ্গলবার নিজের উত্তরবঙ্গ সফর ছোট করেই হুগলির রিষড়ার পরিস্থিতি দেখতে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দবোস। কথা বলেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে। এরপরেই এই ঘটনা নিয়ে নবান্নকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। প্রশাসন সূত্রে খবর, সেই রিপোর্টই এদিন জমা দেওয়া হল।
এরআগেই অবশ্য রাজ্যে অশান্তি থামাতে পুলিশের ভূমিকার প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি দাবি করেন, পুলিশের দ্রুত চেষ্টাতেই রাজ্যে শান্তি রয়েছে। ইতিমধ্যেই অবশ্য ব্যবস্থা হিসাবে শিবপুর এবং হাওড়া থানার দুই পদস্থ কর্তাকে সরিয়ে দিয়েছে নবান্ন।