দমদম নাগেরবাজারে রহস্যমৃত্যু বৃদ্ধার (Old Lady Death)। বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম মুনমুন পাল। বয়স ৬২। নাগেরবাজারের ছাতাকল এলাকার বাসিন্দা। স্বামী ও স্ত্রী, বাড়িতে একাই থাকতেন। রবিবার বিকেলবেলা বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপরই তাঁর দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বৃদ্ধার মাথায় আঘাতে চিহ্ন আছে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বৃদ্ধার ঘরও সিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: খুলছে না টুইটার, ঘুরে যাচ্ছে পেজ, অভিযোগ দেশের একাধিক ব্যবহারকারীর
জানা গিয়েছে, ওই বৃদ্ধ ও বৃদ্ধার দুই মেয়ে। একজন ভিন রাজ্যে থাকেন। একজন দেশের বাইরে থাকে। শনিবার বাগান পরিষ্কার করার জন্য একজন বাড়িতে এসেছিলেন। কীভাবে এই মৃত্যু, তার তদন্ত শুরু করেছে পুলিশ।