বকেয়া ডিএ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে অনশনে যোগ দিলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। এর আগেও ধর্না মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। এবার সরাসরি অনশনে যোগ দিলেন। শনিবার সকরারি কর্মীদের যৌথ মঞ্চের আন্দোলন ৫১ দিনে পা দিয়েছে। শনিবার থেকে ডিজিটাল স্ট্রাইকের পথে আন্দোলনকারীরা। এবার সেই মঞ্চে নওশাদ সিদ্দিকি।
এদিন সকালে নৌশাদ অনশন মঞ্চে যাওয়ার পর তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। এদিন নৌশাদ বলেন, সূর্যাস্ত পর্যন্ত নির্জলা থাকবেন তিনি। বকেয়া ডিএ নিয়ে রাজ্যকে বার্তা দিয়ে তিনি বলেন, এক টেবিলে আলোচনা বসে সমাধান সূত্র বের করতে হবে। এই দাবি মানা না হলে, মঞ্চের বাইরে আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন নৌশাদ।
শনিবার বকেয়া ডিএ-র দাবিতে গণ অনশনের আহ্বান জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অনশনকারীদের দাবি, শুধু নৌশাদ নন, আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন।