দুদিন আগে জামিন পান। কিন্তু কাগজপত্র তৈরি না থাকায় প্রেসিডেন্সি জেলেই থাকতে হয়। শনিবার অবশেষে মুক্তি পেলেন নৌশাদ সিদ্দিকি। জেল থেকে বেরোতেই উচ্ছ্বাস আইএসএফ কর্মী-সমর্থকদের।
গত জানুয়ারি মাসে শেষ সপ্তাহে গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আইনি মারপ্যাঁচে ৪০ দিন জেলবন্দি ছিলেন। গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট আইএসএফ বিধায়ককে জামিন দেয় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
জামিন পেলেও নিউ মার্কেট থানা এলাকায় ১৫ দিন নৌশাদকে ঢুকতে না দেওয়ার মর্মে আবেদন জানিয়েছিল রাজ্য। সেই আবেদনও খারিজ করে আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেস ডায়েরি থেকে এখনও পর্যন্ত কোনও প্রমাণ হয়নি। মোট ৬৫ জনকে মামলাকারীর মধ্যে ৬৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।