বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। শুক্রবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে গেলেন বিধায়ক। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত ভোটের আগেই বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন মুর্শিদাবাদের ডোমকলের এক তরুণী।
গত বুধবার আইএসএফ বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসে। পঞ্চায়েত ভোটের আগে এই অভিযোগকে ঘিরে বেশ শোরগোল তৈরি হয়। কলকাতার বৌবাজার থানাতেও নওশাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তরুণীর অভিযোগ, প্রায় দেড় বছর বিবি গাঙ্গুলি স্ট্রিটের অফিসে তাঁকে জোর করে আটকে রাখা হয়েছিল। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বেশ কয়েক বার সহবাস করেছেন আইএসএফ বিধায়ক।
অভিযোগ, এর পর অভিযোগকারিণী বিয়ের জন্য চাপ দিলে তাঁকে এড়িয়ে যেতে থাকেন নওশাদ। বিধায়ক কখনও নিজে, কখনও সহকারীদের দিয়ে তরুণীকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগকারিণীর দাবি।