মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর প্রকাশিত হয়েছে জয়েন্টের রেজাল্ট। এবার গরমের ছুটি কাটিয়ে ফের খুলতে চলেছে স্কুল। মঙ্গলবার নবান্ন থেকে জানানো হয়েছে গরমের ছুটি কাটিয়ে ৫ জুন খুলবে রাজ্যের উচ্চমাধ্যমিক স্কুলগুলি। ৭ জুন খুলবে রাজ্যে প্রাথমিক স্কুলগুলি। রাজ্যে আবহাওয়া খানিকটা ঠিক হওয়ায় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। কত দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, জানতে চেয়ে শিক্ষা দফতরে চিঠি পাঠায় পর্ষদ। কারণ, প্রথমে ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা থাকলেও তীব্র গরমের কারণে ২ মে ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। তার পর থেকে কোনও নির্দেশিকা আসেনি। তাই স্কুল কবে খুলবে, স্পষ্ট ছিল না পর্ষদের কাছেও।
মধ্যশিক্ষা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগাম গরমের ছুটি পড়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতি হয়েছে, তা পূরণ করতে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের।