ঘোষণা হয়েছিল আগেই। এবার তাতে সরকারি সিলমোহর পড়ল। কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়। ফলে আরও বাড়ল লালবাজারের সীমানা। গঙ্গা নদী থেকে যা সম্প্রসারিত হয়ে পৌঁচ্ছে গেল একেবারে মাতলা নদীর কাছে। এক নির্দেশিকায় জানানো হয়েছে, কলকাতা পুলিশের দশম ডিভিশন হল ভাঙড়।
নতুন ডিভিশনের জন্য ঠিক হয়েছে আটটি থানার পাশাপাশি নতুন ট্রাফিক ডিভিশন তৈরি করা হল। যেখানে দু জন ডিসির পাশাপাশি থাকবেন চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় ওসির পাশাপাশি রাখা হবে, অতিরিক্ত ওসি। থাকবেন কমপক্ষে ১০ জন সাব-ইন্সপেক্টর। বুধবার এই আটটি থানার পরিকাঠামো তৈরিতে চার জনকে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিকাঠামোর কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে। নতুন থানা হতে চলেছে, হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়।