মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে নবান্নে গেলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। বুধবার বিকালে আচমকা সেখানে পৌঁছে যান তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর দেখা না পেয়ে ফিরতে হয় তাঁকে।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তপ্ত ভাঙড়। মঙ্গলবার ISF সমর্থকরা মনোনয়ন জমা করতে গেলে তৃণমূল সমর্থকরা তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। শুরু হয় বোমাবাজি ও গুলি। সূত্রের খবর, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে অভিযোগ করতেই নবান্নে ঢোকেন নওশাদ।
কিছুক্ষণ পর নবান্নে থেকে বেরিয়ে যেতে দেখা যায় ISF এর ওই বিধায়ককে। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, মুখ্যমন্ত্রী ব্যস্ত। তাই কথা না বলেই নবান্ন ছাড়ছেন তিনি।
তিনি জানান, অভিভাবিকা হিসেবে ভাঙড়ের পরিস্থিতি জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু সময়ের অভাবের জন্য তাঁর সঙ্গে দেখা করতে পারেননি মুখ্যমন্ত্রী।