নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) 'মৃত্যুর' তারিখ বলে দিল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড! কলকাতা বইমেলার (Kolkata Book Fair) ১ নম্বর হল, যার নামকরণ করা হয়েছে সুভাষচন্দ্রের নামে, সেখানে নেতাজির মৃত্যুদিন বলে একটি তারিখ লেখা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত তোলপাড় শুরু হয়েছে। নেতাজির অনুরাগীদের পাশাপাশি ক্ষুব্ধ বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। তাঁদের প্রশ্ন, গত ৭৭ বছর ধরে যে প্রশ্নের উত্তর মেলেনি, তার জবাব কি তাহলে গিল্ড নিজেই দিয়ে দিল?
কলকাতা বইমেলার হল নম্বর ১ নেতাজির নামে। সেখানে নেতাজির মৃত্যুদিন হিসাবে লেখা হয়েছে ১৯৪৫ সালের ১৮ অগাস্ট। এই তারিখেই ঘটেছিল তাইহোকু বিমান দুর্ঘটনা। কিন্তু তাতে আদৌ সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছিল কিনা তা প্রায় ৮ দশক পরেও রহস্য। এখনও জাতীয় রাজনীতি তোলপাড়া হয় এই নিয়ে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ সোস্যাল মিডিয়ায় গিল্ডকে 'অপদার্থ' বলে কটাক্ষ করে অবিলম্বে এই তারিখ সরানোর দাবি জানিয়েছেন।