সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা (Mamata Banerjee's Security) নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের আগে একটি লোহার রড ছিল ধৃত হাফিজুলের কাছে। মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষী (Security Guard) পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে হাফিজুলের বিরুদ্ধে নতুন ধারার মামলা রুজু হয়েছে।
থানার এফআইআরে জানানো হয়েছে, ১ ফুট লম্বা লোহার রড জামার ভিতরে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে গিয়েছিল হাফিজুল। পুলিশ সূত্রে খবর, এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে প্রবেশের চেষ্টা করে হাফিজুল। সেই সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলে মন্দিরতলা থানার পুলিশ।
আরও পড়ুন: ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এই নিয়ে দু' সপ্তাহে তিনজন!
পরিবারের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকদিন ধরেই দেখা করার ইচ্ছে তার। হাফিজুলের দাদা মইদুল মোল্লার দাবি, হাফিজুলের মানসিক সমস্যা আছে। বাড়িতে কয়েকদিন বেঁধে রাখাও হয়েছিল। একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে তাঁর চিকিৎসাও হচ্ছে। কিন্তু কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে যায় ওই যুবক, সেই কারণ স্পষ্ট নয় পুলিশের কাছেও।
প্রসঙ্গত, হাফিজুল শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির পার্কিংয়ে সাত ঘণ্টা ঘাপটি মেরে বসেছিল। রবিবার তাকে আটক করে পুলিশ। সোমবার তাঁকে সাতদিনের পুলিশ হেফাজত দেয় আদালত।