কোভিড (Covid 19) নিয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল বিধিনিষেধ (Guideline)। এবার থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি অফিসে যোগ দিতে পারবেন ৭৫ শতাংশ কর্মী। ওয়ার্ক ফ্রম হোম (WFH) ৫০ শতাংশ থেকে কমিয়ে করা হল ২৫ শতাংশ। রাস্তায় সভা ও মিছিলে একই নিয়ম জারি থাকবে। নবান্নের নির্দেশে, মঙ্গলবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে ছুটবে লোকাল ও মেট্রো রেল।
বিয়ে বা যে কোনও অনুষ্ঠানে (Marriage Ceremony) বাড়িতে সর্বাধিক ২০০ জন অতিথি ডাকা যাবে। সোমবার নির্দেশিকা জারি করে জানিয়েছে রাজ্য। এছাড়া রাজ্যে রাত্রিকালীন কার্ফুর সময়েও আনা হল পরিবর্তন। আগে রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু (Night Curfew) ছিল। এবার নাইট কার্ফু শুরু হবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। রেস্তরাঁ ও সিনেমাহলেও ৭৫ শতাংশ দর্শক আসনের অনুমতি দিল রাজ্য সরকার। ৭৫ শতাংশ দর্শক আসনের অনুমতি দেওয়া হল প্রেক্ষাগৃহ ও স্টেডিয়ামেও। খুলছে ছোটদের পার্ক ও বিনোদন পার্ক। ৭৫ শতাংশ লোক নিয়ে খুলছে সুইমিং পুল। পর্যটন কেন্দ্রেও ছাড় রাজ্যের।
আরও পড়ুন: ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা করানো নিয়েও নতুন নির্দেশিকা ঘোষণা রাজ্য সরকারের। লন্ডন থেকে রাজ্য এলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। কলকাতা-বেঙ্গালুরু বিমানে কড়াকড়ি করছে রাজ্য। তবে প্রতিদিন কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ও মুম্বইয়ের বিমান প্রতিদিন চলবে।
সামনে পুরসভা নির্বাচন। রাস্তায় জনসভা ও মিছিল নিয়ে যদিও আগের নিয়মই জারি থাকছে। এক জায়গায় সর্বাধিক ২০০ জনের জনসমাগম করা যাবে।