রাজ্যে খুলে গেল প্রাইমারি ও আপার-প্রাইমারি স্কুল (Primary and Upper Primary School)। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সব স্কুল খুলে যাচ্ছে। সোমবার কোভিড বিধিনিষেধ (Covid Guideline) নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। যার ফলে বুধবার থেকেই ক্লাসরুমে ফিরছে কচিকাচারা। নাইট কার্ফুর (Night Curfew) সময়সীমাও কমানো হল রাজ্যে। রাত ১১টার পরিবর্তে এখন ১২টা থেকে ভোর পাঁচ পর্যন্ত থাকবে নাইট কার্ফু।
কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল রাজ্যে। অনলাইনেই চলছিল পড়াশোনা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল খুললেও ছোটদের স্কুল বন্ধ ছিল। সোমবার কোভিড বিধি নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল খুলে যাবে। এই নিয়ে শিক্ষা দফতরের কাছে এই নির্দেশিকা পাঠাবে নবান্ন।
আরও পড়ুন: নবনির্বাচিত পুরপ্রতিনিধিদের আরও নম্র হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
এছাড়া নতুন নির্দেশিকায় আইসিডিএস সেন্টারও (ICDS Center) খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানযাত্রার বিধিও শিথিল করেছে রাজ্য। এবার বাইরের রাজ্য থেকে কোনও ব্যক্তির দুটি ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকলে তাঁর আর আরটি-পিসিআর টেস্ট (RT-PCR Test) করানোর প্রয়োজন নেই। কোভিড পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের এই নির্দেশিকা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকছে।