বেলঘরিয়ার ক্লাবটাউনের (Belghoria Clubtown) 8A ফ্ল্যাট বিখ্যাত হয়ে গিয়েছে। এই ফ্ল্যাট থেকেই সবচেয়ে বেশি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। তবে এবার প্রকাশ্যে এল নতুন একটি তথ্য। ইডি সূত্রে খবর, বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানায় একটি সংস্থা আছে। যার নাম টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেড। সেই সংস্থার মালিক অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। অর্পিতার সঙ্গে নাম আছে পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়ের। ইডি জানিয়েছে, পার্থের পরিবারের ওই সদস্যের সঙ্গে সংস্থার লেনদেন নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতেন অর্পিতা। দুজনের মধ্যে বহুবার সংস্থার শেয়ারও আদানপ্রদান হয়েছে। তবে কে ওই সদস্য, তা নিয়ে ইডি স্পষ্ট করে কিছু জানায়নি।
বেলঘরিয়ার ক্লাবটাউন হাইটসের ফ্ল্যাট থেকে ৫ কেজি সোনার গয়না, নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা, ফ্ল্যাটের ঠিকানায় থাকা দুটি সংস্থার খোঁজ পায় ইডি। উদ্ধার হওয়া টাকা নিয়ে অর্পিতা তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, এই টাকা তাঁর নয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা হাসপাতালে যাওয়ার পথে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অর্পিতা। তবে টাকা তাঁর না হলেও, সংস্থা যে তাঁর, তার প্রমাণ পাওয়া গিয়েছে। ফ্ল্যাটের ঠিকানায় থাকা একটি কম্পানির নথিতে শেয়ারের মালিক হিসেবে অর্পিতার নাম উঠে এসেছে। সঙ্গে নাম আছে পার্থ চট্টোপাধ্যায়ের ওই আত্মীয়ের।
আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে উত্তপ্ত সংসদে মুলতুবি অধিবেশন, মোদি-শাহকে তোপ রাহুলের
ইডি জানিয়েছে, ওই টেক্সফ্যাব প্রাইভেট লিমিটেডের ঠিকানা বেলঘরিয়া ক্লাবটাউন হাইটসের ৫ নম্বর ব্লকে 8A ফ্ল্যাট। ওই সংস্থারই নথিপত্র হাতে এসেছিল ইডির। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ওই নথি থেকে জানা গিয়েছে, অর্পিতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। ওই সংস্থার শেয়ার বহুবার হাতবদলও হয়েছে।