২০১৮ সালে রাজ্য মেডিকেল কাউন্সিলের (Medical Council) নির্বাচন অবৈধ ছিল। ফের করতে হবে কাউন্সিল নির্বাচন। বুধবার এই নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন না হওয়া পর্যন্ত কাউন্সিলের দায়িত্বে থাকবে অ্য়াড হক কমিটি। নির্দেশ দিলেন হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। নির্বাচনের দায়িত্বেও থাকবে সেই অ্যাড হক কমিটি।
আদালত জানিয়েছে, আগামী ১ অগাস্ট থেকে কাউন্সিলের দায়িত্ব নেবে অ্যাড হক কমিটি। নির্বাচনের পর নভেম্বরে কাউন্সিলের দায়িত্বে আসবে নতুন কমিটি। নতুন ভাবে নির্বাচন করে কমিটি তৈরির করার আগে পর্যন্ত অ্যাড হক কমিটি কাউন্সিলের দায়িত্বে থাকবে।
আরও পড়ুন: বোনের বিয়েতে মৃত বাবাকে ‘ফেরালেন’ ভাই, অভিনব উপহারে আবেগে ভাসলেন কনে
বুধবার আদালত স্পষ্ট জানিয়েছে, কাউন্সিলের ভোট করিয়ে ফল ঘোষণা অক্টোবরের মধ্যেই করতে হবে। নভেম্বর থেকে নতুন কমিটি দায়িত্ব নেবে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাড হক কমিটি শুধুমাত্র আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেবে। চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না।