এবারও হল না। এই নিয়ে তিনবার ডেডলাইন ফেল করল নিউ গড়িয়া-রুবি মেট্রো (New Garia - Ruby Metro)। গত বছরের কালীপুজোর সময় থেকে এই রুটের মেট্রো চলার কথা ঘোষণা করা হয়েছিল। তারিখ বদলে তা নতুন বছর হয়। তারপর মেট্রোর (Kolkata Metro) প্রতিশ্রুতি ছিল ফেব্রুয়ারি (February) মাসের শেষে ছুটবে নিউ গড়িয়া থেকে রুবি পরিষেবা। কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিনেও এই রুটে গতি হারা মেট্রো।
যদিও মেট্রোর তরফে জানানো হয়েছে, এই রুটে ট্রেন চালানোর জন্য রেল সবদিক থেকে প্রস্তুত। কিন্তু রেলবোর্ডে গ্রিন সিগন্যাল না থাকার কারণে মেট্রো চালু হয়নি। যদিও কতক্ষণ অন্তর মেট্রো চলবে, বা কোন সময়ে পরিষেবা পাওয়া যাবে কিংবা ভাড়া কত হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন - মহিলা সেজে প্রতারণা, আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ধৃত দুই নাইজেরিয়ান যুবক