এবার থেকে প্রতিবছর টেট। স্বচ্ছতা বজায় রেখে করা হবে নিয়োগ। বরদাস্ত করা হবে না কোনও অভিযোগ। রাজ্যে শিক্ষা নিয়ে নানা অভিযোগের মধ্য়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নিয়ে এই দাবি করলেন নতুন সভাপতি গৌতম পাল। বুধবার সল্টলেকে প্রথম সাংবাদিক বৈঠক কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য গৌতম পাল জানান, এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট সময় টেট হবে। নিয়োগে কোনও অস্বচ্ছতা থাকবে না। তাঁদের নীতি হবে ‘জিরো গ্রিভান্স’। কারণ, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষায় কোনও অস্বচ্ছতা চাইছেন না। তাই, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার।
শুধু প্রতি বছর টেটের দাবিই নয়, কোনও চাকরিপ্রার্থীর মনে সংশয় এবং প্রশ্ন থাকলে সরাসরি তাঁর সঙ্গে কথা বলা যাবে বলেও প্রথম দিন জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। অনেক বিষয় আছ, যা বিচারাধীন। তার উপর কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে একটা বিষয় স্পষ্ট, নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করায় উপরেই জোর দিচ্ছেন তিনি।
প্রায় এগারো বছর প্রাথমিকের সভাপতি পদে ছিলেন তৃণমূল কংগ্রেসের পলাশীপাড়ার বর্তমান বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর জায়গাতেই নিয়োগ করা হয়েছে গৌতম পালকে। আমূল বদল এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাঠামোতেও। গৌতম পালের নেতৃত্ব তৈরি হয়েছে ১১ সদস্যের অ্যাড হক কমিটি। দায়িত্ব নিয়েই স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিলেন সভাপতি।