ব্রিগেডে DYFI-এর ইনসাফ যাত্রা। এই সমাবেশকে অন্য মাত্রায় সাজিয়েছে সিপিএমের তথ্যপ্রযুক্তি সেল। ড্রোন থেকে পিসিআর, জিমি জিব ক্যামেরা, একাধিক প্রযুক্তিতে সাজিয়ে তোলা হয়েছে ব্রিগেড।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে থেকেই ব্রিগেড সমাবেশকে ঘিরে অভিনব প্রচার করেছে সিপিএম। তবে এর আগে বামেদের কোনও ব্রিগেডে এত তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে দেখা যায়নি। গোটা সমাবেশকে কভার করার জন্য পেশাদার সংস্থাকে ব্যবহার করা হয়েছে। তবে নিয়ন্ত্রণে আছে রাজ্য সিপিএমের আইটি সেলের নেতারা।
সিপিএম সূত্রে খবর, সমাবেশ কভার করতে যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার খরচ কমপক্ষে ২ লক্ষ টাকা। এতদিন তথ্যপ্রযুক্তি ব্যবহার নিয়ে দলের অন্দরে এই নিয়ে অভিযোগও ছিল। এবার ব্রিগেড সমাবেশে সম্পূর্ণ অন্য ছবিই ধরা পড়েছে।