বিদ্যুৎ চলে গেলেও বন্ধ হবে না মেট্রো পরিষেবা (Kolkata Matro Rail), যান্ত্রিক গোলযোগ হলেও সুড়ঙ্গে আটকে থাকবে না রেল। দেশের মধ্যে এই প্রথম কলকাতা মেট্রোতে জুড়ছে অত্যাধুনিক প্রযুক্তি। দক্ষিনেশ্বর - কবি সুভাষ রুটে বসানো হচ্ছে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (বিইএসএস)।
আগামী ১ বছরের মধ্যেই এই ব্যবস্থা চালু হবে বলে খবর। এই পদ্ধতির সাহায্যে পরের স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে মেট্রোর রেককে। গ্রিড বিপর্যয় হলেও মেট্রো চলাচলে সমস্যা হবে না। নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক, এই চারটি স্টেশনে বসানো হবে এই প্রযুক্তি।