একটি সদ্যজাত শিশুর হৃদযন্ত্রে (Heart) বসাতে হবে স্টেন্ট (Stent Heart)। খবর পেয়েই শিশুকে বাঁচাতে উদ্যোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এগিয়ে এলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যও (Debangshu Bhattacharya)। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ওই শিশু। তড়িঘড়ি এই ব্যবস্থায় খুশি শিশুর পরিবার।
শনিবার সন্ধেবেলা একটি ফেসবুক পোস্ট থেকে ঘটনার সূত্রপাত। ফিল্ম এডিটর অনির্বাণ মাইতি (Anirban Maity) একটি ফেসবুক পোস্ট করেন। সদ্যজাত ওই শিশুর ছবি পোস্ট করেন তিনি। তিনি লেখেন, "এই বাচ্চাটির তিনদিন বয়স। হার্টে চারটে স্টেন্ট বসাতে হবে।" তিনি জানান, হাসপাতালে যা খরচ, তা বহন করার ক্ষমতা ওই বাচ্চার বাবা-মায়ের নেই। তিনি বলেন, "বাচ্চাটিকে এসএসকেএম-এ ভর্তি করার কোনও ব্যবস্থা করার আবেদন নিয়ে আমার কাছে ফোন এসেছে। আসলে বাবা মায়েরা সন্তানের জন্য খড়কুটো পেলেও আঁকড়ে ধরেন। আমার এত ক্ষমতা সত্যিই নেই শিশুটিকে এসএসকেএম-এ ভর্তি করতে পারি।"
অনির্বাণ মাইতির পোস্ট ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের নজরে পড়ে সেই পোস্ট। তিনি রাতেই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেবাংশু ফেসবুকে লেখেন, "সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরো ঘটনাটা জানালাম। তখন রাত্রি হয়ে গেছে অনেকটাই। ভেবেছিলাম কাল সকালের মধ্যে কোনও একটা ব্যবস্থা তো অবশ্যই হয়ে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম। দশ মিনিট পরেই দাদার থেকে রিপ্লাই এল। বলে দিয়েছি, সব আমি করে দেব। চিন্তা করতে বারণ করিস।"
আরও পড়ুন: অভিষেকের ব্যক্তিগত মত, 'এখন মেলা-ভোটের সময় না'
বাচ্চাটির বাবা নদিয়া জেলার হরিণঘাটা থানার মহাদেবপুরের বাসিন্দা জয়ন্ত দেবনাথ। গত ১২ জানুয়ারি বারাসতের একটি বেসরকারি হাসপাতালে একটি বাচ্চার জন্ম দেন তাঁর স্ত্রী পূজা দেবনাথ আচার্য। শিশুরোগ বিশেষজ্ঞরা আন্দাজ করেন, হৃদযন্ত্রে সমস্যা আছে। পরীক্ষায় তা ধরা পড়ে। তবে চিকিৎসার জন্য এত টাকার প্রয়োজন শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। তিনি জানান, ফেসবুকে তাঁর এক পরিচিত পোস্ট করেন। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম তাঁর সঙ্গে যোগাযোগ করে। বর্তমানে দক্ষিণ কলকাতার আর এন টেগোর হাসপাতালে চিকিৎসাধীন ওই সদ্যজাত। প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন জয়ন্ত দেবনাথ।