নিউটাউনে (Newtown) তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে, শাপুরজির একটি আবাসনে উইকেন্ড পার্টি চলছিল। নির্যাতিতা তরুণী ও তাঁর একাধিক বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন সেখানে।
অভিযোগ, তরুণীকে মদ খাওয়ানো হয়। আর তিনি নেশাগ্রস্ত হয়ে পড়লেই তাঁকে গণধর্ষণ করা হয়। ইতিমধ্যেই তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন - পুকুরে ভাসছে গলাকাটা দেহ! ঘটনার তদন্তে দমদম থানার পুলিশ
সূত্রের খবর, শুক্রবার রাতে এই ঘটনা ঘটার পর শনিবার সকালে টেকনোসিটি থানায় গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা তরুণী। অভিযোগের ভিত্তিতে দু'জনকে নিউটাউন এবং একজনকে এন্টালি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত তিনজনেই তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকুরিরত। সকলের বয়ান রেকর্ড করছে পুলিশ।