অতিমারী আবহে আজ থেকেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। কলকাতার আউট্রাম ঘাটের ট্রান্সিট ক্যাম্পে রয়েছেন কয়েক'শ সাধু।
করোনা সচেতনতায় রাজ্য সকারের তরফে রোজই বিলি করা হচ্ছে মাস্ক। এবার এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন together we can foundation।
সংস্থার তরফে ১৭০ জন সন্ন্যাসীকে বিলি করা হল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ফেস শিল্ড, পাশাপাশি করোনা বিধি মেনে চলার জন্য সচেতনও করা হল বারবার। সাধুদের মধ্যে অনেকেই নাগা সন্ন্যাসী। পরনে এক ইঞ্চি সুতোও নেই, অথচ মুখে মাস্ক আবশ্যক। পরানো হল ফেস শিল্ডও।
স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলা শেষ হওয়া পর্যন্ত করোনা সচেতনতায় প্রচার চালানো হবে, বিলি করা হবে মাস্ক, স্যানিটাইজার।