রাজ্যে যত পরিমাণ কঠিন বা তরল বর্জ্য তৈরি হয়, তার সঠিক পরিমাণের ব্যবস্থাপনা হয় না। এর জন্য পরিবেশ দূষণ বাড়ছে। এই অভিযোগে, পশ্চিমবঙ্গকে ৩৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের। ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্য বাজেটে পুর ও নগরোন্নয়ন কাজে বরাদ্দ হয়েছে ১২,৮১৮ কোটি ৯৯ লক্ষ টাকা। ট্রাইবুনাল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বর্জ্য নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না রাজ্য সরকার। বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে। সেই কারণেই এই ক্ষতিপূরণ।
১ সেপ্টেম্বরে গ্রিন ট্রাইবুনালের পক্ষ থেকে এই রায় দিয়েছেন বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বধীন বেঞ্চ। পরিবেশ দূষণ রুখতে NGT-এর ১৫ নম্বর ধারায় এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে এই পদক্ষেপ।
আরও পড়ুন: ফের অমিত শাহকেই নিশানা অভিষেকের, কয়লা-কাণ্ডে প্রায় ৬ ঘণ্টা জেরা তৃণমূল নেতাকে
পরিবেশ আদালত জানিয়েছে, দূষণমুক্ত পরিবেশে বসবাসের সুযোগ করে দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব। জানানো হয়েছে, রাজ্যের শহরগুলিতে ২৭৫৮০ লক্ষ লিটার বর্জ্য তৈরি হয়। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষমতা ১৫,০৫৮.৫ লিটার। দৈনিক ব্যবস্থাপনা হয় মাত্র ১২৬৮ লক্ষ লিটার। কিন্তু লক্ষ লক্ষ লিটার বর্জ্য ব্যবস্থাপনা হয় না। তাই এই ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রীন ট্রাইবুনালের বেঞ্চ জানিয়েছে, ক্ষতিপূরণ সময় মতো না দিলে পরিমাণ আরও বাড়বে।