প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৭ বছর। এদিন সকালেই কলকাতায় আসেন অভিজিৎ বিনায়ক। বিমানবন্দরে তাঁকে নিতে যান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। নির্মলা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বৃহস্পতিবার হাসাপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন নির্মলা। তার পরেই তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রেও খবর, ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন নির্মলা। এর আগে শ্বাসকষ্টের সমস্যার জন্য গত ২৬ অক্টোবর একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।
এদিন মাকে দেখতে কলকাতায় আসেন এসেছেন অভিজিৎ। বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। তার পরেই খবর মিলল, নোবেলজয়ীর মা প্রয়াত হয়েছেন।