উৎসশ্রী পোর্টালের মাধ্যমে স্কুলের শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের। গত ২৯ সেপ্টেম্বর, শিক্ষা দফতর জানায়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বদলির প্রক্রিয়া বন্ধ থাকবে। বূহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নতুন করে কেউ এই পোর্টালে বদলির জন্য আবেদন করতে পারবেন না।
শিক্ষা দফতরের এই সিদ্ধান্তে অখুশি রাজ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন। রাজ্যের বিভিন্ন শিক্ষা সংগঠনের দাবি, এতদিন পর্যন্ত আবেদন জমা নেওয়া হল কেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপ্ন মণ্ডল বলেন, "নতুন নির্দেশিকায় বদলির আবেদন ও প্রক্রিয়া দুটোই বন্ধ থাকবে। এতদিন আবেদনে অসুবিধা ছিল না।"
উৎসশ্রী পোর্টাল নিয়ে ইদানিং অনেক বিতর্ক দানা বেধেছে। কলকাতা হাই কোর্টে এই নিয়ে মামলাও হয়েছে। রাজ্যের অনেক স্কুল শিক্ষকহীন হয়ে পড়েছে, বলেও অভিযোগ উঠেছে।