পুজোর বাকি হাতে গোনা আর কয়েকদিন। প্রতিবারের মতো এবারও উৎসবের মরশুমে ছুটি নেই পুলিশের। মঙ্গলবার এক বিবৃতিতে রাজ্য পুলিশ জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত উৎসবের মরশুমে ছুটি নিতে পারবেন না পুলিশ কর্মীরা। ব্যক্তিগত জরুরি প্রয়োজন ছাড়া এই সময় ছুটির আর্জি করতে পারবেন পুলিশ কর্মীরা।
ফি বছরই দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত নিরাপত্তার জন্য পুলিশের ছুটি বাতিল হয়। তাই এবারও পুলিশ মহল থেকে এই বিজ্ঞপ্তিকে রুটিন বলে দাবি করা হয়েছে। তবে, ওয়াকিবহাল মহলের মতে, আরজি করের ঘটনার আবহে এই বিজ্ঞপ্তিতে খানিকটা গুরুত্ব রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সরিয়ে দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে। বিনীত গোয়েলের পরিবর্তে কলকাতার নতুন কমিশনার মনোজ ভার্মা।
ক্যালেন্ডারে এবার দোসরা অক্টোবর মহালয়া। ওই দিন থেকেই কার্যত পুজো উদ্বোধন শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল উদ্বোধনের পাশাপাশি তিনি যেতে পারেন উত্তর ও দক্ষিণ কলকাতার বড় বড় মণ্ডপে। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির কথা মাথায় রেখে নিরাপত্তা এবার আরও বাড়ানো হয়েছে।
কারণ, রাজ্য প্রশাসনের কাছে খবর রয়েছে, আরজি করের ঘটনার প্রতিবাদে পুজোর আগে কলকাতার বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ আন্দোলন হতে পারে। এই সব পরিস্থিতি মাথায় রেখে কলকাতায় তো বটেই, উৎসবের মরশুমে গোটা রাজ্যেই নিরাপত্তা নিশ্ছিদ্র করতে চাইছে পুলিশ।