গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান। আপাতত সেই জল্পনায় জল ঢেলে দিল কলকাতা মেট্রো। প্রেস বিবৃতি দিয়ে জানানো হল, আপাতত এই রকমের কোনও পরিকল্পনা নেই। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, গঙ্গার নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কোনও ট্রায়াল রান চালানোর পরিকল্পনা নেই। সেখানে কিছু রেক চলবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, খুব দ্রুত এই ট্রায়াল রান হবে। দিন চূড়ান্ত হলে কলকাতাবাসীকে জানানো হবে।
এর আগে জানা গিয়েছিল রবিবার অর্থাৎ ৯ এপ্রিল গঙ্গার নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান হবে। মূলত হাওড়া ময়দান থেকে এই ট্রায়াল হবে এসপ্ল্যানেড পর্যন্ত। যার প্রস্তুতি সারা বলেই দাবি করা হয়েছিল। গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ছুটবে এই রেল। এই প্রকল্পের কাজ এখনও চলছে। বিশেষ করে বউবাজারে প্রতিবারই মেট্রোকে বেগ পেতে হচ্ছে।
ফলে মেট্রোর এই নতুন ঘোষণা আপাতত কোনও ট্রায়াল রান হচ্ছে না। কবে হবে সেই অপেক্ষায় আপাতত থাকতে হচ্ছে।