২০২৫ সালে আর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না। এক শিক্ষাবর্ষে একটি পরীক্ষার বদলে দুটি সেমিস্টার হবে। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ৬ মাস অন্তর দুটি সেমিস্টারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করা হবে।
শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির পডুয়াদের প্রথম সেমিস্টার হবে ২০২৪ সালের নভেম্বরে। দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্রথম সেমিস্টার দেবেন ২০২৫ সালের নভেম্বরে। সংসদ জানিয়েছে, নতুন সিলেবাস ও নতুন পরীক্ষা নিয়ে বিশদে সিদ্ধান্ত জানানো হবে ওয়েবসাইটে।