দেশে তখন ভরা করোনা। সেই অবস্থাতেও ক্রিকেট হয়েছিল। দেশের মাটিতে না হলেও, আইপিএলের সফল আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নেতা সৌরভ গঙ্গোপাধ্য়ায়। গত তিন বছরে ভারতীয় ক্রিকেটের জন্য তিনি ঠিক কী করেছেন, সেটাই বৃহস্পতিবার প্রথমবার মুখ খুলে দাবি করলেন মহারাজ। বোর্ডের মসনদ থেকে ছিটকে গিয়েছেন তিনি। জগমোহন ডালমিয়া পরবর্তী আইসিসিতে দ্বিতীয় বঙ্গসন্তান হিসাবে দায়িত্ব নেবেন কীনা, সেটাও এখন প্রশ্নচিহ্ণ। এই পরিস্থিতিতেই সৌরভ জানালেন, চিরজীবন কেউ প্রশাসক থাকতে পারে না। একদিন থামতেই হয়।
গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে সংবিধান বদলেছিল বিসিসিআই। মেয়াদ বাড়িয়েছিল প্রেসিডেন্ট এবং সচিবের। সবকিছুর পরেও বোর্ডের উইকেটে আউট সৌরভ। ১৮ তারিখ আনুষ্ঠানিক ভাবে ইন হয়ে যাবেন আর এক প্রাক্তন রজার বিনি। তার মধ্যেই এদিন কলকাতায় সৌরভ জানালেন, থেমে তিনি থাকবেন না।
নিজের টার্গেটের কথা বলতে গিয়ে এদিন সৌরভের মুখে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নাম। তিনি জানিয়েছেন, একদিনে সচিন বা নরেন্দ্র মোদী হওয়া যায় না। তাই আবার নতুন করে শুরুর ইঙ্গিতও দিয়েছেন মহারাজ।