শনিবারের রেড রোড যেন চাঁদের হাট। আবহাওয়া দফতরের যাবতীয় আশঙ্কাকে উড়িয়ে দিয়ে পুজো কার্নিভালে মাতল বাংলা। রেড রোডের কার্নিভালে সামিল রাজ্যের নেতা-মন্ত্রী থেকে সাধারণ মানুষ। শনিবার বিকেলে আলিপুর জানায়, দুই থেকে আড়াই ঘন্টা বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। সেই মতো প্রস্তুতি নেওয়া হয় কার্নিভালেও। তবে হাওয়া অফিসের পূর্বাভাসকে হেলায় উড়িয়ে দিয়ে শনিবারের জমজমাট রাত বৃষ্টিহীনই রয়ে গেল।
এদিন কার্নিভালের মঞ্চে প্রথম থেকেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার পর এবারের অনুষ্ঠান যেন আরও রঙিন। উত্তর ও দক্ষিণ কলকাতার একগুচ্ছ পুজোর ট্যাবলো ছিল এদিন। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলে জুন মালিয়া, রব্বানি শেখ, ঋত্বিকা সেন, ভরত কলরা। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ও চুপ করে বসে থাকেননি। কখনও কাঁসর, কখনও ঢাক বাজালেন। আবার কখনও নাচের তালে পা মেলালেন। সঙ্গে যোগ দিলেন টলিপাড়া ও টেলিজগতের অভিনেত্রীরা।
আরও পড়ুন- Mamata Banerjee: নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, জমজমাট পুজো কার্নিভালের মঞ্চ
পুজোয় এবার উত্তরবঙ্গের পাশপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি হয়েছে। কোথাও ঝমঝমিয়ে, তো কোথাও আবার ঝিরঝিরে। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই এই বৃষ্টি বলে জানায় হাওয়া অফিস। এমনকি, উত্তরবঙ্গে অতি বৃষ্টিতে প্রতিমা নিরঞ্জনের সময় ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। মাল নদীর হড়পা বানে প্রাণ হারান প্রায় ৮ জন। তবে পুজোর ক'দিন বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া কলকাতা মোটের উপর শুকনোই ছিল।