স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। এখনই কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নয়। মুখ্যমন্ত্রীর বৈঠক সদর্থক হয়েছে দাবি করেও আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ছেন, সুপ্রিম কোর্টে শুনানির পর তারপর প্রত্যেক কলেজের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন আন্দোলনকারী চিকিৎসকরা।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পরই স্বাস্থ্যভবনের ধর্নামঞ্চে উল্লাসে মাতেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরপরই সাংবাদিক বৈঠক করেন অনিকেত মাহাত, দেবাশিস হালদারের মতো নেতারা। বৈঠক সেরে বেরোনোর পরে মানববন্ধনও করেন তাঁরা।
সোমবার বৈঠকের জন্য রাজ্যের পক্ষ থেকে মেইল পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের। ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের আবেদন বাতিল করে রাজ্য। ডাক্তাররা পাল্টা ৩ দফা দাবি করে মেইল পাঠান। জানানো হয় কার্যবিবরণীর জন্য ২ জন স্টেনোগ্রাফার যাবেন তাঁদের সঙ্গে। তাতে অনুমতি দেয় রাজ্য। এরপরই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেন। পদত্যাগ দাবি করেন, স্বাস্থ্য আধিকারিকদেরও। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও জমা দেন। এরপরই সাংবাদিক বৈঠক করে ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।