জন্মাষ্টমী (Janmashtami 2022) উপলক্ষে আগামী শুক্রবার অর্থাৎ ১৯ অগাস্ট কমানো হল মেট্রোর সংখ্যা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনে (Kavi Subhash To Dakshineshwar Route) ২৮৮টি মেট্রোর বদলে আগামী ১৯ তারিখ ২৩৪টি মেট্রো চলবে। মেট্রোর সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার ফলে যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো (Dumdum To Kavi Subhas Metro) ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে ৯টা ৪০ এবং সাড়ে ৯টায়।
Parachute Pant fashion: এই পুজোয় দারুণ হিট প্যারাশুট প্যান্ট, কীসের সঙ্গে পরলে জমবে ফ্যাশন?
তবে জন্মাষ্টমী উপলক্ষে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন অর্থাৎ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ (Sealdah To Saltlake Sector 5) পর্যন্ত মেট্রো চলাচলে কোনও সময়ের পরিবর্তন আনা হয়নি।