পাবজি (PUBG Games) খেলতে গিয়ে আলাপ মহিলার সঙ্গে। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। পরে সেই সম্পর্ক গড়ায় শারীরিক সম্পর্কে। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ ওড়িশার যুবক। আদালতে তাঁর আবেদন, ভবিষ্যতে তাঁকে ফাঁসানো হতে পারে। আশঙ্কার কথা শুনে যুবককে জামিনও দিয়েছে আদালত।
হাই কোর্টে আবেদনকারী ওই যুবকের নাম কৃষ্ণ চৌরাসিয়া। বাড়ি ওড়িশার জলেশ্বরে। বেঙ্গালুরুতে একটি সফটওয়ার সংস্থায় কাজ করেন তিনি। কৃষ্ণ জানান, পাবজি খেলতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা সিজা সাহা নামে এক যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই যুবতীর বয়সও ৩২। কোভিড পরিস্থিতির পর বাড়ি এসে ওই যুবতীর সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু কয়েকদিন আগে তিনি জানতে পারেন সিজা বিবাহিতা। তাঁর সাত বছরের সন্তানও আছে। সিজার পরকীয়া সম্পর্কের কথা জানতেন তাঁর স্বামীও।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড না নিলে আইনি ব্যবস্থা, হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
এরপরই ওই যুবতীর সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চান কৃষ্ণ। কিন্তু আদালতে তাঁর অভিযোগ, এরপর থেকে বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়া শুরু করে সিজার স্বামী। কৃষ্ণের আশঙ্কা, তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করতে পারে ওই দম্পতি। প্ররোচনা ও চক্রান্তের থেকে বাঁচতে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান তিনি।