১০ মার্চ রাজ্য রাজনীতিতে মেগা শো-ডাউন। ব্রিগেডে মমতা। সন্দেশখালিতে শুভেন্দু। শুক্রবার কলকাতা হাই কোর্টের নির্দেশে উত্তর ২৪ পরগনার এই জনপদে সভা করার অনুমতি পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে, সভা করতে গেলে তাঁকে একাধিক শর্ত মানতে হবে।
রবিবার এই সভার জন্য প্রাথমিক ভাবে পুলিশের অনুমতি ছিল না। তাকে চ্যালেঞ্জ করেই আদালতে গিয়েছিলেন শুভেন্দু। এদিন বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ তাঁকে সভা করার অনুমতি দিয়েছে। সকালে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা করতে পারবেন বিরোধী দলনেতা। তবে সভা থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করতে পারবেন না।
শুভেন্দুকে সভা করার অনুমতি দেওয়ার পাশাপাশি এদিন আদালতে রাজ্যকে সমালোচনার মুখে পড়তে হয়। রাজ্যের সামনে প্রশ্ন করা হয়, কোন যুক্তিতে এখনও সন্দেশখালিতে ১৪৪ ধারা বহাল রাখা হয়েছে ?