কলকাতায় ওয়াটগঞ্জের ঘটনায় গ্রেফতার এক। পলাতক মহিলার স্বামী। পুলিশ জানিয়েছে, দুর্গা সরখেলকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর ভাসুরকে। খোঁজ চলছে ধোনি সরখেল নামের পলাতক এই ব্যক্তির। গত মঙ্গলবার ওয়াটগঞ্জ থেকে তিনটি প্যাকেটে মহিলার কোপানো দেহ উদ্ধার করা হয়।
বুধবারই কলকাতা পুলিশ জানায় বন্দর এলাকার বাসিন্দা দুর্গা সরখেল গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। প্রাথমিক ভাবে অনুমান করা হয়, ওই মহিলাকে দুটি ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। সেই কারণে দেহের এখনও অনেক অংশ প্রাথমিক ভাবে পাওয়া যায়নি।
বুধবার রাতেই বাড়ির লোকেদের থানায় ডেকে পাঠানো হয়। তারপর চলে জেরা। পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় আরও কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।