কিছুতেই মিলছে না স্বস্তি। ক্রমেই ভয় ধরাচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বৃদ্ধার। বরাহনগরে ৬৪ বছরের বৃদ্ধার ডেঙ্গুতে মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়ায় নিমেষে। বরাহনগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডোনা মুখোপাধ্যায় বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত থাকার পর বুধবার মারা যান। তাঁর মৃত্যুর কারণ হিসেবে সনদে উল্লেখ রয়েছে ডেঙ্গুর। এই ঘটনার পরেই এলাকাবাসীরা পুরসভার বিরুদ্ধে অভিযোগ তোলেন, এলাকার জঞ্জাল ঠিক মতো পরিস্কার করা হয় না বলে।
এবার ওয়ার্ডে মৃত্যুর পর পুরসভার মাইকিং করে ডেঙ্গু সম্পর্কে সচেতন করল এলাকাবাসীকে। এরপর মৃত ডোনা মুখোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে যান উপ পুরপ্রধান দিলীপনারায়ণ বসু এবং পৌরসভার মেডিকেল অফিসার সহ স্থানীয় পৌর প্রতিনিধি। পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসক জয়দীপ মজুমদার জানান, অন্যান্য রোগও ছিল ডোনা মুখোপাধ্যায়ের। পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক থাকতেও বলেছেন তিনি।