পুজোর আনন্দের রেশ এখনও কাটেনি৷ তার মধ্যেই এল মর্মান্তিক দুর্ঘটনার খবর। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল একজনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আর একজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ পথ অবরোধ করেন স্থানীয়রা৷ অবরোধ তুলতে লাঠি চালাতে হয় পুলিশকে।
মহেশতলার চন্দননগর এলাকায় রাস্তার ধারে বাইক রেখে চা খাচ্ছিলেন দুই ব্যক্তি। আচমকা পিছন থেকে এসে একটি ট্যাঙ্কার তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বাধা দেন স্থানীয়রা। মহেশতলা-বজবজ সড়কে স্ল্যাব ফেলে ঘণ্টাখানেক পথ অবরোধ করেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চলে এই রাস্তায়। পুলিশের কোনও নজরদারি থাকে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি কলকাতা থেকে বজবজের দিকে যাচ্ছিল। দু'জনকে ধাক্কা দিয়ে সেটি পালিয়ে যায়। পরে বজবজের কাছে সেটিকে আটক করা হয়।