রাজ্যজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue Death in Kolkata)। কলকাতায় আরও একজনের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু সেই উদ্বেগ আরও বাড়িয়েছে। বৃহস্পতিবার ডেঙ্গি আক্রান্ত (Dengue Fever) হয়ে মৃত্যু হয়েছে কসবার পূর্বাঞ্চল রোডের বাসিন্দা অনুরাগ মালাকার নামে এক ব্যক্তির। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় রুবি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় তাঁর মৃত্যু হয়। ডেঙ্গিতে মৃত্যুর কথা স্বীকার করেছে পুরসভার স্বাস্থ্য বিভাগ।
এই নিয়ে চলতি বছরে কলকাতায় ৪ জন ডেঙ্গিতে প্রাণ হারালেন। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতিও রীতিমতো উদ্বেগজনক। পরিস্থিতি পর্যালোচনা করে ৫টি পরিদর্শক দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। হাওড়া নিয়েও নতুন করে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার কসবার বাসিন্দা অনুরাগের মৃত্যুর পর কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের দাবি, ডায়াবেটিস, ওবেসিটি সহ একাধিক কোমর্বিডিটি ছিল তাঁর। ১০৬ নম্বর ওযার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুরসভা। কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে আরও মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুরসভার স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুন: শরত এলেই উলুবেড়িয়ার এই গ্রামে শুরু হয় 'সশস্ত্র বিপ্লব'
এবছর কলকাতায় কলকাতায় ৪ জন ছাড়াও হাওড়া জেলায় ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন ৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪০১ জন। গত ২ সপ্তাহে ৩১৯৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। কলকাতা, হাওড়া, বালি ও ব্যারাকপুর পুরসভা এলাকাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক। হাওড়া ও হুগলিতে ফিভার ক্লিনিক খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।