শীত আসার আগেই আগুন বাজার দর। আসছে বিয়েবাড়ি এবং পিকনিকের মরসুম, কিন্তু অগ্নিমূল্য বাজারদরে মধ্যবিত্তের কপালে ভাঁজ। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের সঙ্গে হুহু করে বাড়ছে পেঁয়াজের দাম। মুরগীর ডিম, মাংসেও কার্যত হাত পোড়ার জোগাড়। বলাই বাহুল্য, ক্রমেই উদ্বেগ বাড়ছে মধ্যবিত্তর।
আরও পড়ুন: ঘুম থেকে উঠে কফি খাওয়া অভ্যাস? এক্ষুনি তাতে রাশ টানতে বলছেন বিশেষজ্ঞরা
গত এক মাস ধরেই দাম বাড়ছিল পেঁয়াজের। কলকাতা এবং সংলগ্ন এলাকায় পেঁয়াজের দাম ছুঁয়েছিল ৪০ টাকা। এবার একেবারে দামের নিরিখে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে পেঁয়াজ। অ্যাডিলেডে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করবেন কী না জানা নেই, কিন্তু কলকাতার বাজারে ইতিমধ্যেই ৫০ ছুঁয়েছে পিঁয়াজের দর। কলকাতার মানিকতলা, বিজয়গড়, গড়িয়া বাজারে এই দামেই বিকোচ্ছে পেঁয়াজ। ভিন রাজ্য থেকে আমদানি কমায় এবং মাঝে লাগাতার কয়েকদিন বৃষ্টির জেরেই পেঁয়াজের দাম চড়া হয়েছে বলেই জানাচ্ছেন বিক্রেতারা।
এদিকে মুরগীর মাংস এবং ডিমের দামও কার্যত ধরা ছোঁয়ার বাইরে। কলকাতার বাজারে কাটা মুরগী বিকোচ্ছে ২২০ টাকা দরে, কোথাও কোথাও দাম ২৩০ ছাড়িয়েছে। ডিমের দাম প্রায় ৭ টাকা। তাই এই মুহুর্তে অতিথি আপ্যায়নেও বেগ পেতে হবে মধ্যবিত্তকে।