হরেক রকমের পানীয়, দেদার খানা পিনা, নাচ-গান, রঙ খেলা - এমনই এক হোলি পার্টিতে যোগ দেওয়ার অফার নিয়ে দিন কয়েক আগে বালিগঞ্জের এক যুবকের কাছে ফোন আসে। নামমাত্র টাকাতেই গোটা দিন ভরপুর হুল্লোড়, এই কথা ভেবে লোভনীয় প্রস্তাব হাতছাড়া করতে চাননি যুবক। এরপর তাঁর মোবাইল ফোনে পাঠানো হয় একটি লিঙ্ক। সেই লিঙ্ক খুলতেই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক হাজার টাকা। গত কয়েকদিনে শহরে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে বেশ কয়েকটি।
Subhashree Ganguly: 'দু’টো গামলা আর একটা বালতি লাগবে', শুভশ্রীর নতুন ফটোশ্যুট নিয়ে ট্রোলের ঝড়
বিভিন্ন অফার, কম টাকায় পার্টির প্রলোভন দেখিয়ে এই সমস্ত ফোন আসছে। এখনও অবধি জালিয়াত চক্রের কোনও খোঁজ নেই কলকাতা পুলিশের হাতে৷ জানা যাচ্ছে, অন্য রাজ্য থেকেই বহুদিন ধরে নানা কৌশলে এমন বিভিন্ন ফাঁদ পাতছেন জালিয়াতরা। লালবাজারের এক পুলিশকর্তা অবশ্য বলছেন, ‘‘সাইবার প্রতারণা সম্পর্কে সতর্ক করতে পুলিশের তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। প্রতারণাঠেকাতে জালিয়াতির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।'