কলকাতায় এবার কেরোসিনের সেঞ্চুরি পার। কলকাতায় লিটার পিছু কেরোসিনের দাম ১০১ টাকা ৫৮ পয়সা। সরকারি পরিসংখ্যান বলছে, গত সাত মাসে ধীরে ধীরে লিটার পিছু ৫৩ টাকা বেড়েছে কেরোসিনের দাম। ফলে জানুয়ারি দামের তুলনায় এখন কলকাতায় কেরোসিনের দাম দ্বিগুণের খানিকটা বেশি। তবে উল্লেখযোগ্য ডিজেলের দামকে ছাপিয়ে পেট্রোলকে ছুঁয়েছে কেরেসিন।
গত কয়েক মাসে পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানি দাম। মধ্যবিত্তের চাপ বেড়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতেও। কলকাতায় এখন রান্নার গ্য়াসের দাম ১০৭৯ টাকা। সম্প্রতি এই দাম বেড়েছে। ফলে যাঁরা গ্য়াসের থেকে ফের কেরোসিনে ফিরেছিলেন তাঁরা এখন উভয় সঙ্কটে।
গত জানুয়ারি মাসে কলকাতায় কেরোসিনের দাম ছিল প্রায় ৪৯ টাকা। মাত্র সাত মাসের মধ্য়ে তা সেঞ্চুরি পেরিয়ে গেল। কেরোসিন ডিলারদের দাবি, আগে যে ব্যারেল তাঁরা তুলতেন, তা এখন কমিয়ে দিয়েছেন। কারণ, আকাশ ছোঁয়া কেরোসিন কিনতে পারছেন না অনেক গরিব মানুষই। তাই তেল তোলাও তাঁরা কমিয়ে দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, আগামী দিনে হয়তো পেট্রোলকেও ছাপিয়ে যেতে পারে কেরোসিন।